বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বুদ্ধি কাকে বলে তা আমরা জানি। আমরা বুদ্ধিকে intelligence নামে। অভিহিত করে থাকি এবং এ নামেই আমরা তাকে বেশি চিহ্নিত করি। আমরা বুদ্ধিকে পরিমাপ করি IQ (Intelligence Quotient) দ্বারা। সচরাচর বুদ্ধি বলে যা বােঝায় সে সম্পর্কে আমাদের ধারণা এত মৌলিক এবং এত সহজ যে, নতুন করে বুদ্ধির সংজ্ঞা দেওয়ার প্রয়ােজন হয় না । কিন্তু আসলে বুদ্ধি এই বিষয়টির গভীরে আমাদেরকে প্রবেশ করতে হবে, নইলে আধ্যাত্বিক বুদ্ধি দিয়ে আমরা কী বােঝাচ্ছি তা কখনােই স্পষ্ট হবে।
© জ্ঞানকোষ প্রকাশনী - সর্বস্বত্ব সংরক্ষিত।
Share Now